Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নারায়ণহাট ইউনিয়নের ইতিহাস

নারায়নহাট ইউনিয়নের ইতিহাস

ব্রিটিশ আমলে আনুমানিক ১৯৩৭ সালে প্রথম চট্টগ্রাম মহকুমার অধীন বর্তমান নারায়নহাট ইউনিয়ন ও দাঁতমারা ইউনিয়ন এ দুটি ইউনিয়ন নিয়ে নারায়নহাট ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউ,পি চেয়ারম্যানকে বলা হতো প্রেসিডেন্ট। ১৯৩৭ সালে এই ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট হন মরহুম নাদেরম্নজ্জামান চৌধুরী। এরপর যথাক্রমে মরহুম মকবুল আলী সিকদার, মৃত বাবু নিবারন নন্দী, মরহুম ছালে আহাম্মদ চৌধুরী, মরহুম বদিউল আলম চৌধুরী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পারন করেন। পাকিসত্মান আমলে ১৯৬০ সালে প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম মীর বদরজ্জামান সওদাগর , তিনি এই ইউনিয়নের প্রভূত উন্নতি সাধন করেন। তাঁহার পর মরহুম হাবিবুর রহমান সিকদার এই ইউনিয়নের প্রায় ২৫ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অত্র ইউনিয়নের একজন প্রভাবশালী চেয়ারম্যান ছিলেন। তাঁহার পর যথক্রমে বাবু মনিন্দ্র লাল দে, একরামুল ইসলাম চৌধুরী তৈফুর, মোহাম্মদ ইব্রাহিম এই ইউনিয়নের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ১১ই জুন বর্তমান চেয়ারম্যান আবু জাফর মাহমুদ নির্বাচিত হয়ে দায়িত্বরত আছেন।